ধামরাই উপজেলা সদর থেকে আমতা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
যে কোন স্থান থেকে আমতা ইউনিয়নে আসতে হলে উপজেলা সদরে যাওয়ার দরকার নেই। উপজেলার নিকট দিয়ে মেইন রাস্তা ধামরাই ধুলিভিটা হয়ে কালামপুর এসে সাব রাস্তা সাটুরিয়া আসতে হবে। সেখান থেকে সরাসরি ভ্যান কিংবা টলি বা সি এস জি তে আমতা ইউনিয়নে আসা যাবে। ভাড়া (এস বি লিংক বাস) গাবতলি থেকে সাটুরিয়া সাটুরিয়া ৬০/- টা্কা এবং সাটুরিয়া থেকে আমতা (ভ্যান কিংবা টলি বা সিএনজি) ৮-২০ টাকা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস